বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

১৪২তলা আইকন টাওয়ার হচ্ছে বাংলাদেশে


কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের
প্রসার ও অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টির
লক্ষ্যে বাংলাদেশে ১৪২তলা
বিশিষ্ট আইকন টাওয়ার হচ্ছে। এর সঙ্গে
আরো থাকছে আন্তর্জাতিক কনভেনশন
সেন্টার ও একটি আধুনিক স্পোর্টস
কমপ্লেক্স। শিগগিরই প্রকল্প আকারে
কাজটি শুরু হবে। আগামী ২০১৮
অর্থবছরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ
হবে।
বৃহস্পতিবার ২০১৬-১৭ সালের বাজেট
বক্তৃতায় এ চাঞ্চল্যকর তথ্যটি
জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল
আবদুল মুহিত।
তিনি বলেন, প্রবৃদ্ধি সঞ্চালক ও
জনবান্ধব একটি বিশেষ প্রকল্প হাতে
নেয়া হয়েছে। পূর্বাঞ্চল ও এর নিকটস্থ
এলাকা নিয়ে একটি স্বতন্ত্র মহানগর
গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এ
মহানগরে পিপিপি’র আদলে একটি
প্রকল্প বাস্তবায়নের বিষয়ে চিন্তা-
ভাবনা চলছে।
মুহিত বলেন, এই প্রকল্পের আওতায়,
আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, একটি
আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ও ১৪২তলা
বিশিষ্ট আইকনিক টাওয়ার নির্মাণ
করা হবে। কনভেনশন সেন্টারের মূল
মিলনায়তনে ৫ হাজার লোকের বসার
ব্যবস্থা থাকবে। স্পোর্টস কমপ্লেক্সের
মূল স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হবে ৫০
হাজার। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ
অঞ্চলে কর্মসংস্থানসহ ব্যবসা
বাণিজ্যের ব্যাপক প্রসার হবে।
অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে।
প্রকল্পের সুফল পাবে সকল পর্যায়ের
জনগণ। উপরন্তু দেশি-বিদেমি সবার
কাছেই স্থাপনাগুলো বিশেষভাবে
আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন এবং এ
এলাকাকে জাতীয় যোগাযোগ
ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে। এর
সম্ভাব্য ব্যয় নির্বাহের জন্য বাজেটে
প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে।
আগামী ২০১৮ সালে প্রকল্পটি সম্পন্ন
হবে বলেও আশাপ্রকাশ করেন
অর্থমন্ত্রী।

ফালুজার কাছে আইএসের হামলায় ১৩০ সৈন্য নিহত

অনলাইন ডেস্ক : ইরাকের আনবার প্রদেশের ফালুজা
শহরের কাছে আইএসের সিরিজ
হামলায় ১৩০ জন সৈন্য নিহত হয়েছে
বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে
বলা হয়েছে। এতে সরকারি সৈন্য ও
আইএসের মধ্যে সংঘর্ষকালে হাজার
হাজার লোক আটকা পড়েছে। এদিকে
এই অভিযানের কারণে ফালুজায়
কমপক্ষে ২০ হাজার শিশু আটকা পড়েছে
বলে বুধবার জাতিসংঘের শিশু
তহবিলের পক্ষ থেকে জানানো
হয়েছে।
প্রথম হামলার ঘটনাটি ঘটে বুধবার
ভোরের দিকে। আইএসের ১০ জন
আত্মঘাতী হামলকারী কুবাইশ শহরে
হামলা চালায়। এরপর তারা ফালুজার
দক্ষিণে সেনাবাহিনীর একটি গাড়ি
বহরে রাস্তার পাশে পুঁতে রাখা
বোমার মাধ্যমে হামলা চালায়।
সামরিক সূত্র জানায়, আমিরিয়াত আল
ফালুজা নামক স্থানে এ বোমা
হামলার ঘটনা ঘটে। ফালুজা পুনরুদ্ধারে
সপ্তাহব্যাপী অভিযানের পরও ইরাকি
বাহিনী (সেনা, পুলিশ ও শিয়া ইউনিট
নিয়ে গঠিত) মার্কিন নেতৃত্বাধীন
জোটের সাহায্য নিয়েও শহরের
কেন্দ্রস্থল তাদের নিয়ন্ত্রণে নিতে
পারেনি। ফালুজা অভিযানের
কমান্ডার লে. জেনারেল আবদেল
ওয়াহাব আল সাদি বলেন, ইরাকি
বাহিনী ফালুজা পুনরুদ্ধারের ধীরে
ধীরে এগুচ্ছে। তারা একেবারে
ফালুজার কাছাকাছি পৌঁছে গেছে।
তিনি বলেন, নাইমিয়াহ জেলায়
আমাদের অভিযান চলছে এবং আমরা
ফালুজার কেন্দ্রস্থলের দিকে এগুচ্ছি।
ইরাকের পক্ষ থেকে বলা হচ্ছে আইএস
সাধারণ নাগরিকদের যে মানববর্ম
হিসাবে ব্যবহার করছে তা খুব কমই করতে
পারছে। সেইসাথে তারা সাধারণ
নাগরিকদের রক্ষায় যা যা করা দরকার
তা করছে। ইরাকের প্রধানমন্ত্রী
হায়দার আল আব্দেল বলেন, এ যুদ্ধ শেষ
করা তাদের জন্য কোন ব্যাপারই হতো
না যদি সাধারণ নাগরিকদের
নিরাপত্তার বিষয়টি না আসতো। এ
লক্ষ্যে তাদের পরিকল্পনামাফিকই
এগুতে হচ্ছে। ইরাকি কমান্ডাররা
জানান, ২২ থেকে ২৩ মে শুরু হওয়া এ
অভিযানে কয়েক ডজন আইএস সদস্য নিহত
হয়েছে। যদিও আইএস এর সঠিক সংখ্যা
প্রকাশ করছে না।
এদিকে জাতিসংঘ শিশু তহবিলের
ইরাক বিষয়ক প্রতিনিধি পিটার হকিন্স
বলেন, ‘ইউনিসেফের পরিসংখ্যান
অনুযায়ী নগরীতে কমপক্ষে ২০ হাজার
শিশু আটকা পড়া অবস্থায় রয়েছে।

মধুমতির ভাঙনে শতাধিক পরিবার গৃহহারা

অনলাইন ডেস্ক : কাশিয়ানীতে মধুমতি নদীর অব্যাহত
ভাঙনে শতাধিক পরিবারের ঘর-বাড়ি,
দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি
জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন
হয়ে যাচ্ছে। উপজেলার রাতইল
ইউনিয়নের পরানপুর গ্রামে শুরু হয়েছে
ভয়াবহ নদী ভাঙন। তীব্র স্রোত ও
ঢেউয়ে নদীর পাড় ভেঙে ইতোমধ্যেই
অনেক ঘর-বাড়ি, গাছপালা, জায়গা-
জমি, রাস্তা-ঘাট, দোকানপাট, ব্যবসা
প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে
গেছে। এখনও ভাঙনের মুখে পড়ে চরম
উদ্বেগ-উত্কণ্ঠায় দিন কাটাচ্ছে অনেক
পরিবার।
পরানপুর গ্রামের মিজানুর রহমান মুন্সী
কান্নাজড়িত কণ্ঠে বলেন, মধুমতি নদীর
ভাঙনে আমরা ঘর-বাড়ি হারিয়ে
নিঃস্ব হলেও দেখার কেউ নেই। একই
গ্রামের জাহিদ মুন্সী বলেন, প্রতি বছর
আমরা ভয়াবহ নদী ভাঙনের শিকার হই,
কিন্তু এই এলাকাটি গোপালগঞ্জ ও
নড়াইল জেলার সীমান্তবর্তী হওয়ায়
কেউ কোনো ব্যবস্থা নেয় না। মধুমতি
নদীর প্রবল স্রোতে ভিটে-বাড়িসহ শত
শত একর ফসলি জমি নদীতে গ্রাস করে
নিচ্ছে। এমনকি গরু-ছাগল ও নিজেদের
প্রাণ বাঁচানোর জন্য নিরাপদ আশ্রয়ে
চলে যাচ্ছে মানুষ।

বুধবার, ১ জুন, ২০১৬

হাতির ধাওয়া খেলেন শোয়াজনিগার

অনলাইন ডেস্ব : হাতির ধাওয়া খেয়েছেন হলিউডের
অ্যাকশন হিরো আর্নল্ড শোয়াজনিগার।
দক্ষিণ আফ্রিকার সাফারি পার্কে
তার গাড়ির পেছনে হাতিটি ছুটে
আসে।
গত মঙ্গলবার নিজের টুইটার ও
ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ
করেছেন শোয়াজনিগার। সেখানে
দেখা গেছে, সাফারি পার্কের
রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি
হাতি তার গাড়ির সামনে এসে পড়ে।
পরে হাতিটি ঘুরে গিয়ে গাড়ির
পেছনে যায় ও গাড়িটিকে ধাওয়া
করে।
শোয়াজনিগার বলেছেন, এই সুন্দর
প্রাণীকে আমি সমীহ করি। আমি আশা
করছি গজদন্তের জন্য মানুষ তাদের হত্যা
বন্ধ করবে।
তিনি আরো লিখেছেন, এটা যদি
সত্যিকার অর্থে কোনো চলচ্চিত্র হতো
তবে আমি এরকম কথা লিখতে পারতাম
না। আমাদের মধ্যে কিছু ব্যক্তি আছে
যাদের স্বভাব পরিবর্তন করা উচিত।
ছবি তুলুন, গুলি করবেন না।
৬৮ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার
সাবেক গভর্নর ও বডিবিল্ডার একটি
বার্ষিক ফিটনেস সম্মলন ও প্রদর্শনীতে
যোগ দিতে দক্ষিণ আফ্রিকা
গিয়েছিলেন। তবে ঠিক কোন পার্কে
তিনি গিয়েছিলেন সেটি প্রকাশ
করা হয়নি।
প্রতি বছর ৩০ হাজারেরও বেশি
আফ্রিকান হাতি চোরাকারবারীদের
হাতে নিহত হয়। খবর: এনডিটিভি।

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

 অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় দ্বীপ
সুমাত্রায় রিখটার স্কেলে ৬ দশমিক ৫
মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত
হেনেছে। বৃহস্পতিবার (০২ জুন) স্থানীয়
সময় ভোর ৪টা ৫৬ মিনিটে এ ভূমিকম্প
আঘাত হানে। তবে তৎক্ষণাৎ হতাহতের
কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা
(ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের
উৎপত্তিস্থল ছিলো সুনগাইপেনু থেকে
মাত্র ৯১ কিলোমিটার (৫৬.৫ মাইল)
পশ্চিমে। আর সুমাত্রার বন্দরনগরী
পাদাংয়ের ১৫৫ কিলোমিটার (৯৫
মাইল) দক্ষিণে। ভূ-পৃষ্ট থেকে এর
গভীরতা ছিলো মাত্র ৫০
কিলোমিটার (৩০ মাইল)। প্রথমে
এটিকে রিখটার স্কেলে ৬ দশমিক ২
মাত্রার বলে উল্লেখ করলেও পরে তা
৬ দশমিক ৫ মাত্রার বলে নিশ্চিত করা
হয়। এই ভূমিকম্পে সুমাত্রায় কোনো
সুনামি সতর্কতা ঘোষণা করা হয়নি।
এদিকে ৫৩১ কিলোমিটার (৩২৯.৯ মাইল)
দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পের উৎপত্তি
হলেও মৃদু কেঁপে ওঠে দক্ষিণ-পূর্ব
এশিয়ার দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুরও। তবে
কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি
বলে জানিয়েছে স্থানীয়
সংবাদমাধ্যম। ইন্দোনেশিয়ার
সুমাত্রার আচেহসহ আশপাশের অঞ্চলটি
ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে
বিবেচিত। ২০০৪ সালে ৯ দশমিক ১৫
মাত্রার ভূমিকম্প হয় এ অঞ্চলে। এই
ভূমিকম্প ও সুনামিতে প্রায় ২ লাখের
বেশি মানুষ মারা যায়। ইন্ডিয়ান
এক্সপ্রেস।

আদালতে খালেদা জিয়া

অনলাইন ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি
মামলায় আত্মপক্ষ সমর্থনের নির্ধারিত
দিনে হাজিরা দিতে আদালতে
পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন
খালেদা জিয়া।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে
রাজধানীর গুলশানে নিজ বাসভবন
‘ফিরোজা’থেকে রওনা দেন তিনি।
বেলা ১১টার দিকে খালেদা জিয়া
বকশীবাজারে আলিয়া মাদ্রাসা
মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু
আহমেদ জমাদ্দারের আদালতে
পৌঁছান বলে জানিয়েছেন তার
প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
গত ১৯ মে খালেদা জিয়া আদালতে
হাজির না হওয়ায় এ মামলায় তার
আত্মপক্ষ সমর্থন পঞ্চম দফায় পিছিয়ে
যায়। খালেদা জিয়ার অসুস্থতার কারণ
দেখিয়ে তার আইনজীবী সানাউল্লাহ
মিয়া সেদিন আবারো সময় চেয়ে
আবেদন করেন। ওই আবেদন শুনে ঢাকার
তিন নম্বর বিশেষ জজ আদালতের
বিচারক আবু আহমেদ জমাদার নতুন
তারিখ ঠিক করে দিয়ে ওই দিন
খালেদা জিয়াকে হাজির হতে
নির্দেশ দেন। নতুবা তার বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা জারি করা
হবে বলেও আদালত জানান।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে
অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩
হাজার টাকা লেনদেনের অভিযোগে
২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায়
মামলা করে দুদক। তদন্ত শেষে খালেদা
জিয়াসহ চারজনের বিরুদ্ধে
অভিযোগপত্র দেয় দুদক। বাকি তিন
আসামি হলেন জিয়াউল ইসলাম, মনিরুল
ইসলাম খান ও হারিছ চৌধুরী।

বৃহস্পতিবার, ০২ জুন ২০১৬ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গুলি, বন্দুকধারীসহ নিহত ২

অনলাইন ডেস্ক : ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে এক
বন্দুকধারীর গুলিতে মারা গেছে এক
ব্যক্তি। এ সময় বন্দুক হামলাকারী
নিজেও আত্মহত্যা করেন।
লস অ্যাঞ্জেলস পুলিশ জানায়,
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের
ইঞ্জিনিয়ারিং ভবনের একটি ঘর
থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তাদের পরিচয় উদ্ধার করা এখনও সম্ভব
হয়নি। সেই ঘর থেকে একটি বন্দুক উদ্ধার
করা হয়েছে।
এই মৃত্যু সম্পর্কে পুলিশ আরো বলে, একটি
হত্যা ও একটি আত্মহত্যা হয়েছে
এখানে। প্রাথমিক তদন্তে হত্যার সঙ্গে
অন্য কারো সম্পৃক্ততার আলামত
মেলেনি। বিশ্ববিদ্যালয়ে এই হত্যা
নিয়ে আর কোন হুমকি নেই। এই হত্যার
ঘটনায় কোন চিঠি পাওয়া যায় কিনা
আমরা তার সন্ধান করছি।
এদিকে বিশ্ববিদ্যালয়ে গুলি হওয়ার পর
সকল শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে
বন্ধ রাখা হয়। পরবর্তীতে পুলিশ
নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার পর
আবারো বিশ্ববিদ্যালয় কার্যক্রম