বুধবার, ১ জুন, ২০১৬

আত্মপক্ষ সমর্থনে আজ আদালতে যাবেন খালেদা জিয়া


জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায়
আত্মপক্ষ সমর্থন করতে আজ বৃহস্পতিবার
আদালতে যাবেন বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সকালে তিনি রাজধানীর
বকশিবাজারে বিশেষ আদালতে
হাজিরা দেবেন বলে জানিয়েছেন
তার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ
আহমদ তালুকদার।
গত ১৯ মে খালেদা জিয়া আদালতে
হাজির না হওয়ায় এ মামলায় তার
আত্মপক্ষ সমর্থন পঞ্চম দফায় পিছিয়ে
যায়। খালেদা জিয়ার অসুস্থতার কারণ
দেখিয়ে তার আইনজীবী সানাউল্লাহ
মিয়া সেদিন আবারো সময় চেয়ে
আবেদন করেন। ওই আবেদন শুনে ঢাকার
তিন নম্বর বিশেষ জজ আদালতের
বিচারক আবু আহমেদ জমাদার নতুন
তারিখ ঠিক করে দিয়ে ওই দিন
খালেদা জিয়াকে হাজির হতে
নির্দেশ দেন। নতুবা তার বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা জারি করা
হবে বলেও আদালত জানান।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে
অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩
হাজার টাকা লেনদেনের অভিযোগে
২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায়
মামলা করে দুদক। তদন্ত শেষে খালেদা
জিয়াসহ চারজনের বিরুদ্ধে
অভিযোগপত্র দেয় দুদক। বাকি তিন
আসামি হলেন জিয়াউল ইসলাম, মনিরুল
ইসলাম খান ও হারিছ চৌধুরী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন