অনলাইন ডেস্ক :
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি
হোটেলে হামলা চালিয়ে দুই পার্লামেন্ট সদস্যসহ অন্তত ১৫ জনকে হত্যা করা
হয়েছে। এ সময় হামলাকারীরাও নিহত হয়। পুলিশ জানায়, আত্মঘাতী এ হামলায় আহত
হয়েছে আরো ২০ জন।
বুধবার
রাতে রাজধানীর অ্যাম্বাসেডর হোটেলে এই আত্মঘাতী হামলা চালানো হয় বলে
স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানায় রয়টার্স। এ হামলার জন্য আল-শাহাব দায়ী বলে
স্বীকার করেছে। একটি গাড়ি নিয়ে এই হামলা চালানো হয়। এ সময় তারা হোটেলে এসে
গুলি ছুড়তে থাকে। তাদের গুলি ও আত্মঘাতী বোমা হামলায় দেশটির সংসদ সদস্য
মাহমুদ মোহাম্মদ এবং আবদুল্লাহি জামাক নিহত হন। তারাসহ আরো বেশ কয়েকজন সংসদ
সদস্য হোটেলটিতে বাস করত।
পুলিশ জানায়, হোটেলটিতে তিনজন হামলা চালায়
বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় আরো বেশ কয়েকজন সংসদ সদস্যকে
নিরাপদে অন্যত্র নেয়া হয়। রয়টার্স।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন