মাধবদীতে মনোহরপুর বন্ধুমহল এর উদ্যোগে
নব-নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিককে সংবর্ধনা ও ১ম
ডে-নাইট ডিগবল টুর্ণামেন্ট-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের
ক্রীড়া সম্পাদক, আব্দুল আল-মামুনের পরিচালনায়, ৫ ফেব্রুয়ারী শুক্রবার দিনে ও
রাতে স্থানিয় একটি মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে আটটি দলের অশং গ্রহনে মোট
সাতটি খেলা অনুষ্ঠিত হয়। তাতে গ্রুপ পর্বের মাধ্যমে ‘তুর্য স্পোটিং ক্লাব
নরসিংদী বনাম হৃদয়ের বন্দন ক্লাব নারায়ণঞ্জ’ ফাইনালে অংশ গ্রহণ করে। এতে
হৃদয়ের বন্দন ক্লাব নারায়ণঞ্জ ১ গোলে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে। আর
মর্যাদার লড়াইয়ে রানার্স আপ হয়েছে তুর্য স্পোটিং ক্লাব নরসিংদী।
অনুষ্ঠানে কাউন্সিলর মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে টুর্নামেন্টের ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মাধবদী
পৌরসভার নব-নির্বাচিত মেয়র, আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক। বিশেষ
অতিথি ছিলেন, হাজী ছাদেকুর রহমান মুক্তিযোদ্ধা কমান্ডার মাধবদী পৌরসভা,
হাজী ইকবাল কবীর সদস্য মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশন, মোসা. শাহানাজ
আক্তার, মহিলা কাউন্সিলয়, ৭,৮,৯ নং ওয়ার্ড, সফিকুর রহমান (ভান্ডারী), বাবুল
কবীর,মো. শাহাজালাল ও হাজী মো. জাহাঙ্গীর আলম বিশিষ্ট ব্যবসায়ী, মাধবদী
বাজার। অনুষ্ঠানে আতস বাজির আলোকসজ্জায় সজ্জিতকরে নব-নির্বাচিত মেয়রকে
নৌকার তোরা ও সংবর্ধনা দিয়ে বরণ করে নেন আয়োজকরা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প
নাই। মাদকসহ সকল অসামাজিক কার্যক্রম থেকে দুরে রাখতে তাদের খেলাধুলার সুযোগ
দিতে হবে। এ বিষয়ে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মনোহরপুর
বন্ধুমহল এর যে আয়োজন আগামী বছর তা গোল্ড মেয়র কাপ ডিগবল টুর্ণামেন্ট করা
হবে । এ ধরণের খেলার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। পরে
প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে মেয়র কাপসহ নগদটাকার
পুরুস্কার বিতরণ করেনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন