বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

মধুমতির ভাঙনে শতাধিক পরিবার গৃহহারা

অনলাইন ডেস্ক : কাশিয়ানীতে মধুমতি নদীর অব্যাহত
ভাঙনে শতাধিক পরিবারের ঘর-বাড়ি,
দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি
জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন
হয়ে যাচ্ছে। উপজেলার রাতইল
ইউনিয়নের পরানপুর গ্রামে শুরু হয়েছে
ভয়াবহ নদী ভাঙন। তীব্র স্রোত ও
ঢেউয়ে নদীর পাড় ভেঙে ইতোমধ্যেই
অনেক ঘর-বাড়ি, গাছপালা, জায়গা-
জমি, রাস্তা-ঘাট, দোকানপাট, ব্যবসা
প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে
গেছে। এখনও ভাঙনের মুখে পড়ে চরম
উদ্বেগ-উত্কণ্ঠায় দিন কাটাচ্ছে অনেক
পরিবার।
পরানপুর গ্রামের মিজানুর রহমান মুন্সী
কান্নাজড়িত কণ্ঠে বলেন, মধুমতি নদীর
ভাঙনে আমরা ঘর-বাড়ি হারিয়ে
নিঃস্ব হলেও দেখার কেউ নেই। একই
গ্রামের জাহিদ মুন্সী বলেন, প্রতি বছর
আমরা ভয়াবহ নদী ভাঙনের শিকার হই,
কিন্তু এই এলাকাটি গোপালগঞ্জ ও
নড়াইল জেলার সীমান্তবর্তী হওয়ায়
কেউ কোনো ব্যবস্থা নেয় না। মধুমতি
নদীর প্রবল স্রোতে ভিটে-বাড়িসহ শত
শত একর ফসলি জমি নদীতে গ্রাস করে
নিচ্ছে। এমনকি গরু-ছাগল ও নিজেদের
প্রাণ বাঁচানোর জন্য নিরাপদ আশ্রয়ে
চলে যাচ্ছে মানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন