বুধবার, ১ জুন, ২০১৬

অনন্য উদ্যোগের পথিকৃত বাপ্পা মজুমদার


গীতিকারদের রয়্যালিটি বিষয়টি
নিয়ে অনেকদিন ধরেই বিভিন্ন ইস্যুতে
আলোচনা হচ্ছে। গানের জন্য
গীতিকাররা একবার একটি সম্মানি
পান। কিন্তু সেই গান দিয়ে শিল্পীরা
স্টেজ শো করে একাধিকবার সম্মানি
পেলেও সেই সম্মানির কোনো অংশ
পান না গীতিকাররা। এই অভিমান বা
ক্ষোভ রয়েছে দেশের বেশিরভাগ
গীতিকারদেরই। এমনকি সেই
অভিমানটা এমন পর্যায়ও চলে গিয়েছে
যে, অনেকে গান লেখা থেকেও সরে
এসেছেন। কিন্তু এর ব্যতিক্রম সংবাদও
রয়েছে। আর সেই দৃষ্টান্ত দেখালেন
সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। ২০১২
সাল থেকেই তারা এই কাজটি করে

আসছেন। স্টেজে যেসব গান করে
সম্মানি পায় তার একটা অংশ
গীতিকারদের কাছে পৌঁছে দেয় দলছুট
ও বাপ্পা এন্ড ফ্রেন্ডস। তবে এতোদিন
বিষয়টি প্রচারে ছিল না। এর কারণ
জানতে চাইলে দলছুটের ম্যানেজার ও
প্রখ্যাত গীতিকার শাহান কবন্ধ বলেন,
‘আমরা বিষয়টি প্রচারের জন্য করিনি।
যেটা করা উচিত আমরা সেটাই করছি।
তবে এখন আমাদের মনে হয়েছে
বিষয়টি সবাইকে জানাই। এতে যদি
আমাদের মতো অনেকেই এই উদ্যোগটি
নেন। এজন্যই আমি ফেসবুকে একটি
স্ট্যাটাস দিই। তবে এটা সবার একান্ত
বিষয়। যে যার মতো করে ভাবতে
পারে। আমরা শুধু আমাদের বিষয়টি
নিয়ে কথা বলেছি।’
কিছুদিন আগেও বাপ্পা মজুমদারের
গাওয়া জনপ্রিয় ‘পরী’ গানের
গীতিকার শেখ রানাকে স্টেজ শো
থেকে পাওয়া সম্মানির একটি অংশ
বুঝিয়ে দেওয়া হয়। রানা ছাড়ারও অন্য
গীতিকাররাও তাদের প্রাপ্ত সম্মানি
বুঝে পাচ্ছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন