নরসিংদী সদর উপজেলার করিমপুর
ইউনিয়নে নির্বাচনী সহিংসতায়
বাড়িঘর ভাংচুর লুটপাটের ঘটনা
ঘটেছে। আজ সোমবার দুপুরে করিমপুর
ইউনিয়নের পঞ্চবটি গ্রামে এ
সংঘর্ষের ঘটনাটি ঘটে। এসময় প্রায়
অর্ধকোটি টাকার মালামাল লুটপাট ও
প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে ৫০
জনকে গুরুতর আহত করে।
এলাকাবাসী জানায়, ৭ নং
ওয়ার্ডের বিজয়ী মেম্বার সাবাজ
উদ্দীনের সমর্থকরা পরাজিত মেম্বার
প্রার্থী ফাইজ মিয়ার সমর্থকদের উপর
হামলা চালিয়ে ব্যাপক বাড়িঘর
ভাংচুর ও লুটপাট করে । এই সংবাদ
ছড়িয়ে পড়লে একই গ্রামের ৮ নং
ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী
নুরুল ইসলাম ও তার সমর্থকরা বিজয়ী
মেম্বার আশরাফ উদ্দীন ও তার
সমর্থকদের বাড়িঘরে হামলা
চালিয়ে ব্যপক ভাংচুর ও লুটপাট করে।
এসময় বাধা দিতে এলে প্রায় ৫০ জন
গুরুতর আহত হয়। খবর পেয়ে নরসিংদী
মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর
আহতদের নরসিংদী সদর হাসপাতালে
ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায়
থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন
সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে
পারে। অপ্রীতিকর ঘটনা এড়াতে
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন