বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

১৪২তলা আইকন টাওয়ার হচ্ছে বাংলাদেশে


কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের
প্রসার ও অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টির
লক্ষ্যে বাংলাদেশে ১৪২তলা
বিশিষ্ট আইকন টাওয়ার হচ্ছে। এর সঙ্গে
আরো থাকছে আন্তর্জাতিক কনভেনশন
সেন্টার ও একটি আধুনিক স্পোর্টস
কমপ্লেক্স। শিগগিরই প্রকল্প আকারে
কাজটি শুরু হবে। আগামী ২০১৮
অর্থবছরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ
হবে।
বৃহস্পতিবার ২০১৬-১৭ সালের বাজেট
বক্তৃতায় এ চাঞ্চল্যকর তথ্যটি
জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল
আবদুল মুহিত।
তিনি বলেন, প্রবৃদ্ধি সঞ্চালক ও
জনবান্ধব একটি বিশেষ প্রকল্প হাতে
নেয়া হয়েছে। পূর্বাঞ্চল ও এর নিকটস্থ
এলাকা নিয়ে একটি স্বতন্ত্র মহানগর
গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এ
মহানগরে পিপিপি’র আদলে একটি
প্রকল্প বাস্তবায়নের বিষয়ে চিন্তা-
ভাবনা চলছে।
মুহিত বলেন, এই প্রকল্পের আওতায়,
আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, একটি
আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ও ১৪২তলা
বিশিষ্ট আইকনিক টাওয়ার নির্মাণ
করা হবে। কনভেনশন সেন্টারের মূল
মিলনায়তনে ৫ হাজার লোকের বসার
ব্যবস্থা থাকবে। স্পোর্টস কমপ্লেক্সের
মূল স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হবে ৫০
হাজার। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ
অঞ্চলে কর্মসংস্থানসহ ব্যবসা
বাণিজ্যের ব্যাপক প্রসার হবে।
অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে।
প্রকল্পের সুফল পাবে সকল পর্যায়ের
জনগণ। উপরন্তু দেশি-বিদেমি সবার
কাছেই স্থাপনাগুলো বিশেষভাবে
আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন এবং এ
এলাকাকে জাতীয় যোগাযোগ
ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে। এর
সম্ভাব্য ব্যয় নির্বাহের জন্য বাজেটে
প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে।
আগামী ২০১৮ সালে প্রকল্পটি সম্পন্ন
হবে বলেও আশাপ্রকাশ করেন
অর্থমন্ত্রী।

ফালুজার কাছে আইএসের হামলায় ১৩০ সৈন্য নিহত

অনলাইন ডেস্ক : ইরাকের আনবার প্রদেশের ফালুজা
শহরের কাছে আইএসের সিরিজ
হামলায় ১৩০ জন সৈন্য নিহত হয়েছে
বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে
বলা হয়েছে। এতে সরকারি সৈন্য ও
আইএসের মধ্যে সংঘর্ষকালে হাজার
হাজার লোক আটকা পড়েছে। এদিকে
এই অভিযানের কারণে ফালুজায়
কমপক্ষে ২০ হাজার শিশু আটকা পড়েছে
বলে বুধবার জাতিসংঘের শিশু
তহবিলের পক্ষ থেকে জানানো
হয়েছে।
প্রথম হামলার ঘটনাটি ঘটে বুধবার
ভোরের দিকে। আইএসের ১০ জন
আত্মঘাতী হামলকারী কুবাইশ শহরে
হামলা চালায়। এরপর তারা ফালুজার
দক্ষিণে সেনাবাহিনীর একটি গাড়ি
বহরে রাস্তার পাশে পুঁতে রাখা
বোমার মাধ্যমে হামলা চালায়।
সামরিক সূত্র জানায়, আমিরিয়াত আল
ফালুজা নামক স্থানে এ বোমা
হামলার ঘটনা ঘটে। ফালুজা পুনরুদ্ধারে
সপ্তাহব্যাপী অভিযানের পরও ইরাকি
বাহিনী (সেনা, পুলিশ ও শিয়া ইউনিট
নিয়ে গঠিত) মার্কিন নেতৃত্বাধীন
জোটের সাহায্য নিয়েও শহরের
কেন্দ্রস্থল তাদের নিয়ন্ত্রণে নিতে
পারেনি। ফালুজা অভিযানের
কমান্ডার লে. জেনারেল আবদেল
ওয়াহাব আল সাদি বলেন, ইরাকি
বাহিনী ফালুজা পুনরুদ্ধারের ধীরে
ধীরে এগুচ্ছে। তারা একেবারে
ফালুজার কাছাকাছি পৌঁছে গেছে।
তিনি বলেন, নাইমিয়াহ জেলায়
আমাদের অভিযান চলছে এবং আমরা
ফালুজার কেন্দ্রস্থলের দিকে এগুচ্ছি।
ইরাকের পক্ষ থেকে বলা হচ্ছে আইএস
সাধারণ নাগরিকদের যে মানববর্ম
হিসাবে ব্যবহার করছে তা খুব কমই করতে
পারছে। সেইসাথে তারা সাধারণ
নাগরিকদের রক্ষায় যা যা করা দরকার
তা করছে। ইরাকের প্রধানমন্ত্রী
হায়দার আল আব্দেল বলেন, এ যুদ্ধ শেষ
করা তাদের জন্য কোন ব্যাপারই হতো
না যদি সাধারণ নাগরিকদের
নিরাপত্তার বিষয়টি না আসতো। এ
লক্ষ্যে তাদের পরিকল্পনামাফিকই
এগুতে হচ্ছে। ইরাকি কমান্ডাররা
জানান, ২২ থেকে ২৩ মে শুরু হওয়া এ
অভিযানে কয়েক ডজন আইএস সদস্য নিহত
হয়েছে। যদিও আইএস এর সঠিক সংখ্যা
প্রকাশ করছে না।
এদিকে জাতিসংঘ শিশু তহবিলের
ইরাক বিষয়ক প্রতিনিধি পিটার হকিন্স
বলেন, ‘ইউনিসেফের পরিসংখ্যান
অনুযায়ী নগরীতে কমপক্ষে ২০ হাজার
শিশু আটকা পড়া অবস্থায় রয়েছে।

মধুমতির ভাঙনে শতাধিক পরিবার গৃহহারা

অনলাইন ডেস্ক : কাশিয়ানীতে মধুমতি নদীর অব্যাহত
ভাঙনে শতাধিক পরিবারের ঘর-বাড়ি,
দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি
জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন
হয়ে যাচ্ছে। উপজেলার রাতইল
ইউনিয়নের পরানপুর গ্রামে শুরু হয়েছে
ভয়াবহ নদী ভাঙন। তীব্র স্রোত ও
ঢেউয়ে নদীর পাড় ভেঙে ইতোমধ্যেই
অনেক ঘর-বাড়ি, গাছপালা, জায়গা-
জমি, রাস্তা-ঘাট, দোকানপাট, ব্যবসা
প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে
গেছে। এখনও ভাঙনের মুখে পড়ে চরম
উদ্বেগ-উত্কণ্ঠায় দিন কাটাচ্ছে অনেক
পরিবার।
পরানপুর গ্রামের মিজানুর রহমান মুন্সী
কান্নাজড়িত কণ্ঠে বলেন, মধুমতি নদীর
ভাঙনে আমরা ঘর-বাড়ি হারিয়ে
নিঃস্ব হলেও দেখার কেউ নেই। একই
গ্রামের জাহিদ মুন্সী বলেন, প্রতি বছর
আমরা ভয়াবহ নদী ভাঙনের শিকার হই,
কিন্তু এই এলাকাটি গোপালগঞ্জ ও
নড়াইল জেলার সীমান্তবর্তী হওয়ায়
কেউ কোনো ব্যবস্থা নেয় না। মধুমতি
নদীর প্রবল স্রোতে ভিটে-বাড়িসহ শত
শত একর ফসলি জমি নদীতে গ্রাস করে
নিচ্ছে। এমনকি গরু-ছাগল ও নিজেদের
প্রাণ বাঁচানোর জন্য নিরাপদ আশ্রয়ে
চলে যাচ্ছে মানুষ।

বুধবার, ১ জুন, ২০১৬

হাতির ধাওয়া খেলেন শোয়াজনিগার

অনলাইন ডেস্ব : হাতির ধাওয়া খেয়েছেন হলিউডের
অ্যাকশন হিরো আর্নল্ড শোয়াজনিগার।
দক্ষিণ আফ্রিকার সাফারি পার্কে
তার গাড়ির পেছনে হাতিটি ছুটে
আসে।
গত মঙ্গলবার নিজের টুইটার ও
ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ
করেছেন শোয়াজনিগার। সেখানে
দেখা গেছে, সাফারি পার্কের
রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি
হাতি তার গাড়ির সামনে এসে পড়ে।
পরে হাতিটি ঘুরে গিয়ে গাড়ির
পেছনে যায় ও গাড়িটিকে ধাওয়া
করে।
শোয়াজনিগার বলেছেন, এই সুন্দর
প্রাণীকে আমি সমীহ করি। আমি আশা
করছি গজদন্তের জন্য মানুষ তাদের হত্যা
বন্ধ করবে।
তিনি আরো লিখেছেন, এটা যদি
সত্যিকার অর্থে কোনো চলচ্চিত্র হতো
তবে আমি এরকম কথা লিখতে পারতাম
না। আমাদের মধ্যে কিছু ব্যক্তি আছে
যাদের স্বভাব পরিবর্তন করা উচিত।
ছবি তুলুন, গুলি করবেন না।
৬৮ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার
সাবেক গভর্নর ও বডিবিল্ডার একটি
বার্ষিক ফিটনেস সম্মলন ও প্রদর্শনীতে
যোগ দিতে দক্ষিণ আফ্রিকা
গিয়েছিলেন। তবে ঠিক কোন পার্কে
তিনি গিয়েছিলেন সেটি প্রকাশ
করা হয়নি।
প্রতি বছর ৩০ হাজারেরও বেশি
আফ্রিকান হাতি চোরাকারবারীদের
হাতে নিহত হয়। খবর: এনডিটিভি।

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

 অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় দ্বীপ
সুমাত্রায় রিখটার স্কেলে ৬ দশমিক ৫
মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত
হেনেছে। বৃহস্পতিবার (০২ জুন) স্থানীয়
সময় ভোর ৪টা ৫৬ মিনিটে এ ভূমিকম্প
আঘাত হানে। তবে তৎক্ষণাৎ হতাহতের
কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা
(ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের
উৎপত্তিস্থল ছিলো সুনগাইপেনু থেকে
মাত্র ৯১ কিলোমিটার (৫৬.৫ মাইল)
পশ্চিমে। আর সুমাত্রার বন্দরনগরী
পাদাংয়ের ১৫৫ কিলোমিটার (৯৫
মাইল) দক্ষিণে। ভূ-পৃষ্ট থেকে এর
গভীরতা ছিলো মাত্র ৫০
কিলোমিটার (৩০ মাইল)। প্রথমে
এটিকে রিখটার স্কেলে ৬ দশমিক ২
মাত্রার বলে উল্লেখ করলেও পরে তা
৬ দশমিক ৫ মাত্রার বলে নিশ্চিত করা
হয়। এই ভূমিকম্পে সুমাত্রায় কোনো
সুনামি সতর্কতা ঘোষণা করা হয়নি।
এদিকে ৫৩১ কিলোমিটার (৩২৯.৯ মাইল)
দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পের উৎপত্তি
হলেও মৃদু কেঁপে ওঠে দক্ষিণ-পূর্ব
এশিয়ার দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুরও। তবে
কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি
বলে জানিয়েছে স্থানীয়
সংবাদমাধ্যম। ইন্দোনেশিয়ার
সুমাত্রার আচেহসহ আশপাশের অঞ্চলটি
ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে
বিবেচিত। ২০০৪ সালে ৯ দশমিক ১৫
মাত্রার ভূমিকম্প হয় এ অঞ্চলে। এই
ভূমিকম্প ও সুনামিতে প্রায় ২ লাখের
বেশি মানুষ মারা যায়। ইন্ডিয়ান
এক্সপ্রেস।

আদালতে খালেদা জিয়া

অনলাইন ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি
মামলায় আত্মপক্ষ সমর্থনের নির্ধারিত
দিনে হাজিরা দিতে আদালতে
পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন
খালেদা জিয়া।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে
রাজধানীর গুলশানে নিজ বাসভবন
‘ফিরোজা’থেকে রওনা দেন তিনি।
বেলা ১১টার দিকে খালেদা জিয়া
বকশীবাজারে আলিয়া মাদ্রাসা
মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু
আহমেদ জমাদ্দারের আদালতে
পৌঁছান বলে জানিয়েছেন তার
প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
গত ১৯ মে খালেদা জিয়া আদালতে
হাজির না হওয়ায় এ মামলায় তার
আত্মপক্ষ সমর্থন পঞ্চম দফায় পিছিয়ে
যায়। খালেদা জিয়ার অসুস্থতার কারণ
দেখিয়ে তার আইনজীবী সানাউল্লাহ
মিয়া সেদিন আবারো সময় চেয়ে
আবেদন করেন। ওই আবেদন শুনে ঢাকার
তিন নম্বর বিশেষ জজ আদালতের
বিচারক আবু আহমেদ জমাদার নতুন
তারিখ ঠিক করে দিয়ে ওই দিন
খালেদা জিয়াকে হাজির হতে
নির্দেশ দেন। নতুবা তার বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা জারি করা
হবে বলেও আদালত জানান।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে
অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩
হাজার টাকা লেনদেনের অভিযোগে
২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায়
মামলা করে দুদক। তদন্ত শেষে খালেদা
জিয়াসহ চারজনের বিরুদ্ধে
অভিযোগপত্র দেয় দুদক। বাকি তিন
আসামি হলেন জিয়াউল ইসলাম, মনিরুল
ইসলাম খান ও হারিছ চৌধুরী।

বৃহস্পতিবার, ০২ জুন ২০১৬ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গুলি, বন্দুকধারীসহ নিহত ২

অনলাইন ডেস্ক : ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে এক
বন্দুকধারীর গুলিতে মারা গেছে এক
ব্যক্তি। এ সময় বন্দুক হামলাকারী
নিজেও আত্মহত্যা করেন।
লস অ্যাঞ্জেলস পুলিশ জানায়,
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের
ইঞ্জিনিয়ারিং ভবনের একটি ঘর
থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তাদের পরিচয় উদ্ধার করা এখনও সম্ভব
হয়নি। সেই ঘর থেকে একটি বন্দুক উদ্ধার
করা হয়েছে।
এই মৃত্যু সম্পর্কে পুলিশ আরো বলে, একটি
হত্যা ও একটি আত্মহত্যা হয়েছে
এখানে। প্রাথমিক তদন্তে হত্যার সঙ্গে
অন্য কারো সম্পৃক্ততার আলামত
মেলেনি। বিশ্ববিদ্যালয়ে এই হত্যা
নিয়ে আর কোন হুমকি নেই। এই হত্যার
ঘটনায় কোন চিঠি পাওয়া যায় কিনা
আমরা তার সন্ধান করছি।
এদিকে বিশ্ববিদ্যালয়ে গুলি হওয়ার পর
সকল শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে
বন্ধ রাখা হয়। পরবর্তীতে পুলিশ
নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার পর
আবারো বিশ্ববিদ্যালয় কার্যক্রম

আদালত চত্বরে নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক : 


জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যাচ্ছেন মামলা দুইটির প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার সকাল দশটার দিকে গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছেন তিনি।
 
খালেদা জিয়ার আদালতে হাজির হওয়া উপলক্ষে নিরাপত্তার স্বার্থে আদালতপাড়া ও আশাপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা বিভাগের সদস্যসহ আইন-শৃঙ্খলা বাহিনীর চার শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে।
 
সরজেমিনে দেখা গেছে, বকশি বাজারের মোড়, বদরুন্নেছা কলেজের সামনে, আলিয়া মাদ্রাসার সামনে, কারা সদর দফতর ও আদালতের প্রবেশের প্রথম ফটকসহ আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থে এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য দিয়ে নিরাপত্তা দেয়া হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা ও ব্যারিকেড দেয়া হয়েছে। স্তরে স্তরে আর্চওয়ে স্থাপন করে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে।
 
এসব এলাকায় দোকানপাট বন্ধ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। আলিয়া মাদ্রাসা ও বকশিবাজার মোড়ে এপিসিসহ পুলিশের সাজোয়া যান দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সোমালিয়ায় হোটেলে হামলা : দুই এমপিসহ নিহত ১৫

অনলাইন ডেস্ক : 

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে হামলা চালিয়ে দুই পার্লামেন্ট সদস্যসহ অন্তত ১৫ জনকে হত্যা করা হয়েছে। এ সময় হামলাকারীরাও নিহত হয়। পুলিশ জানায়, আত্মঘাতী এ হামলায় আহত হয়েছে আরো ২০ জন।
 
বুধবার রাতে রাজধানীর অ্যাম্বাসেডর হোটেলে এই আত্মঘাতী হামলা চালানো হয় বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানায় রয়টার্স। এ হামলার জন্য আল-শাহাব দায়ী বলে স্বীকার করেছে। একটি গাড়ি নিয়ে এই হামলা চালানো হয়। এ সময় তারা হোটেলে এসে গুলি ছুড়তে থাকে। তাদের গুলি ও আত্মঘাতী বোমা হামলায় দেশটির সংসদ সদস্য মাহমুদ মোহাম্মদ এবং আবদুল্লাহি জামাক নিহত হন। তারাসহ আরো বেশ কয়েকজন সংসদ সদস্য হোটেলটিতে বাস করত।
পুলিশ জানায়, হোটেলটিতে তিনজন হামলা চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় আরো বেশ কয়েকজন সংসদ সদস্যকে নিরাপদে অন্যত্র নেয়া হয়। রয়টার্স।

রংপুরে নাশকতার মামলায় গ্রেফতার ৪৫



অনলাইন ডেস্ক :

রংপুরে নাশকতার মামলায় ৪৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পযর্ন্ত আট উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
 
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
 
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, সকালে তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

'ইরানিদের হজে বাধা দিয়ে ইসরাইলি স্বার্থ রক্ষা করছে সৌদি'

অনলাইন ডেস্ক : চলতি বছরে ইরানিদের হজ পালনে
বাধা দিয়ে সৌদি সরকার ইহুদিবাদী
ইসরাইলের নানা স্বার্থ রক্ষা করল বলে
মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট
ডক্টর হাসান রুহানি। তিনি বলেছেন,
পবিত্র হজ, মক্কা ও মদিনা কারো একার
নয়, বরং সব মুসলমানের এবং এগুলো হচ্ছে
মুসলিম বিশ্বের নানা স্বার্থ
হাসিলের প্ল্যাটফর্ম।
'দুই পবিত্র মসজিদের অভিভাবক হওয়ার
দাবি করা এবং হজ ও আল্লাহর পথে
বাধা দেয়ার পাশাপাশি নানা
অঞ্চলে অস্থিতিশীলতা ছড়িয়ে
দেয়া-এসবই শিশুসুলভ আচরণ।' আর এইসব
তৎপরতা ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ
রক্ষার শামিল বলে ইরানের
প্রেসিডেন্ট মন্তব্য করেছেন।
ইরান তার হজযাত্রীদের নিরাপত্তা
দিতে সৌদি সরকারের কাছে দাবি
জানিয়ে আসছিল। কিন্তু সৌদি সরকার
এ ব্যাপারে সদিচ্ছা দেখাতে ব্যর্থ
হয়েছে বলে ইরানি কর্মকর্তারা
অভিযোগ করেছেন। আর এরই
প্রেক্ষাপটে চলতি বছরের হজ কর্মসূচি
বাতিল করতে বাধ্য হয়েছে ইরান।
গত বছর হজের সময় মিনায় সৌদি
অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে শত
শত ইরানি হজযাত্রীসহ কয়েক হাজার
হাজি প্রাণ হারায়। এ ছাড়াও সৌদি
আরবে একজন প্রখ্যাত শিয়া আলেমের
মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে রিয়াদ-
তেহরান সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়।
এক পর্যায়ে তেহরানে সৌদি
দূতাবাসে একদল বিক্ষুব্ধ ইরানির
হামলার ঘটনাকে অজুহাত হিসেবে
দেখিয়ে সৌদি সরকার ইরানের সঙ্গে
কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ইরান এই
পদক্ষেপেরও কঠোর নিন্দা
জানিয়েছে।
অন্যদিকে হাজি মৃত্যুকে কেন্দ্র করে
ইরানের বক্তব্যকে 'রাজনৈতিক'
অ্যাখ্যা দিয়ে সৌদি আরব জানায়,
হজের মত পবিত্র বিষয় নিয়ে
রাজনীতি করার জন্য আল্লাহর কাছে
জবাব দিতে হবে ইরানকে। আল ওয়াক্ত।

'মানিক মিয়ার নামে সড়কের নামকরণের সিদ্ধান্ত হয় বঙ্গবন্ধুর ক্যাবিনেটে'

অনলাইন ডেস্ক : মানিক মিয়াকে নিয়ে আয়োজিত
আলোচনা সভায় ড. কামাল হোসেন
বলেছেন, বাংলাদেশে কোনো
স্বৈরাচারই চিরস্থায়ী হয় না, হয়নি,
হবে না। দৈনিক ইত্তেফাককে অবলম্বন
করে তফাজ্জল হোসেন মানিক মিয়ার
আন্দোলন তারই স্বাক্ষর বহন করে। তিনি
বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার
পরে বঙ্গবন্ধুর ক্যাবিনেটের প্রথম সভার
প্রথম সিদ্ধান্ত ছিল ‘সংসদ ভবনের
সামনে দেশের প্রধান সড়কের নামকরণ
করা হবে মানিক মিয়ার নামে। যাতে
বাংলাদেশের মানুষ তাঁর অবদান
চিরকাল স্মরণ করে। গতকাল বুধবার
রামকৃষ্ণ মিশন রোডের ইত্তেফাক ভবনে
মানিক মিয়া ফাউন্ডেশন
মিলনায়তনে তফাজ্জল হোসেন মানিক
মিয়া স্মরণে আয়োজিত আলোচনা
সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি
একথা বলেন।
তিনি বলেন, মানিক মিয়া
সাংবাদিকতার আশ্রয়ে মানুষের
অধিকার প্রতিষ্ঠার লড়াই করেছেন।
সে কারণে ইত্তেফাকের লাভ
লোকসান, ব্যবসা নিয়ে ভাবেননি।
তিনি তাঁর সারাজীবনের কাজের মধ্য
দিয়ে প্রমাণ করেছেন সঠিক পথে
থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়।
বেঠিক পথে থাকলে সম্ভবও অসম্ভব হয়ে
যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল
কাসেম ফজলুল হকের সভাপতিত্বে
স্বাগত ভাষণ দেন মানিক মিয়ার
জ্যেষ্ঠ সন্তান ব্যারিস্টার মইনুল
হোসেন। বক্তব্য রাখেন প্রধান তথ্য
কমিশনার অধ্যাপক গোলাম রহমান,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস
বিভাগের অধ্যাপক ড. আনোয়ার
হোসেন, সুপ্রিম হোর্ট আইনজীবী
সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন
প্রমুখ।
আবুল কাসেম ফজলুল হক বলেন, মানিক
মিয়াকে শুধু সাংবাদিক বললে তাঁকে
জানা যাবে না। তিনি ইত্তেফাক
প্রতিষ্ঠা করে যে সাংবাদিকতা
করেছেন তা অন্যকোনো পত্রিকায়
চাকরি করলে সম্ভব ছিল না। সে
কারণেই তিনি পত্রিকা প্রকাশ করে
তার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। সেই
লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা।
তিনি জানতেন মানুষের সুন্দর জীবনের
জন্য ভাল রাষ্ট্র প্রয়োজন, স্বাধীনতা
প্রয়োজন। ইত্তেফাক ছিল তার সেই
রাষ্ট্র প্রতিষ্ঠার অবলম্বন।
অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন,
মানিক মিয়া রাজনীতি সচেতন
ছিলেন কিন্তু দলীয় রাজনীতি
করেননি। সে কারণে তিনি দলীয়
ভাবনার ঊর্ধ্বে উঠে মানুষের
অধিকারের কথা বলতে পেরেছেন।
বাংলাদেশের সাংবাদিকতায়
তিনি ছিলেন কলাম লেখনীর পথিকৃত্।
অধ্যাপক গোলাম রহমান বলেন, পূর্ব
পাকিস্তানের সেই রাজনৈতিক
পরিস্থিতিতে তিনি যে
সাংবাদিকতা করেছেন তা ছিল
বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার
ক্ষেত্রে অত্যন্ত গুরুদায়িত্ব। আজকের
দিনে তাঁর মত জ্ঞানী, মানবিক
গুণসম্পন্ন মানুষ শুধু সাংবাদিকতায় কেন
কোনো পেশাতেই খুঁজে পাওয়া যাবে
না। সাংবাদিকতা দিয়ে তিনি
রাজনৈতিক পটভূমি সৃষ্টিতে যে
ভূমিকা রেখেছেন তা ইতিহাসে এক
অমর গাথা।

আজ জাতীয় বাজেট পেশ


কৃষিপণ্যের মূল্যস্তর ঠিক রাখতে
প্রয়োজনীয় ভর্তুকি অব্যাহত থাকছে নতুন
বছরের বাজেটে। দেশীয় কৃষি
যন্ত্রাংশ উত্পাদকদের সুবিধা দিতে
আমদানিতে শুল্কহার আরোপ করা হচ্ছে।
পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য
চালের আমদানি শুল্কহারও বাড়ানো
হতে পারে।
একইভাবে অন্যান্য খাতেও কিছু সুবিধা
দিয়ে কোনো কোনো খাতে আবার
ভ্যাটের চাপ বাড়িয়ে আজ
বৃহস্পতিবার জাতীয় সংসদে দশমবারের
মতো বাজেট পেশ করতে যাচ্ছেন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
২০১৬-১৭ অর্থবছরের এই বাজেটটি
মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের
তৃতীয় বাজেট। এই বাজেটে পদ্মা
সেতুসহ বড় প্রকল্পের দিকে গুরুত্ব
থাকছে। দেশীয় কোনো কোনো
শিল্পে প্রণোদনার কথা বলা হলেও
তৈরি পোশাক শিল্পে উেস করহার
বাড়ানো হচ্ছে। বিশাল ব্যয়ের চাপ
সামলাতে রাজস্ব আদায় বৃদ্ধির নানান
পদক্ষেপ গ্রহণ করায় বেড়েছে
বাজেটের আকারও- যা বরাবরের মতো
এবারেও বেড়ে ৩ লাখ ৪০ হাজার
কোটি টাকার মতো হচ্ছে।
বাস্তবায়নের ঝুঁকি এবারেও থাকছে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)
বাস্তবায়নে ধীর গতি আর রাজস্ব
আদায় লক্ষ্যের চেয়ে কম হওয়া
প্রতিবছরের চিত্র হয়ে দাঁড়িয়েছে।
যদিও অর্থমন্ত্রী মনে করেন, অর্থনীতির
আকার বেড়েছে, ফলে বাজেটের
আকারও বাড়াতে হবে। এবারের ৩ লাখ
৪০ হাজার কোটি টাকার বাজেটকে
উচ্চাভিলাষী অভিধা দিয়ে
অর্থমন্ত্রী আগামী তিন বছর নাগাদ এই
আকার ৫ লাখ কোটিতে নিয়ে যেতে
চান।
এ জন্য অভ্যন্তরীণ অর্থায়নেই সরকারকে
মনযোগ দিতে হবে বেশি। যদিও সহজ
আদায়ের উপায় হিসেবে ভ্যাট খাত
থেকেই আদায় করবে বেশি। অবশ্য বহুল
আলোচিত নতুন ভ্যাট আইন কার্যকর
পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে বিদ্যমান
ভ্যাটের হার ও আওতা বাড়ানো হচ্ছে।
অন্যদিকে আয়কর ও শুল্ক কাঠামোতেও
বেশকিছু পরিবর্তন আসছে। ফলে
উদ্যোক্তাদের উপর নতুন চাপ সৃষ্টি হতে
পারে। ভ্যাট ও আয়করে ভর করে সরকার
এযাবত্কালের সর্বোচ্চ হারে রাজস্ব
আদায় করতে চায়। মূল উদ্দেশ্য হচ্ছে,
দেশীয় অর্থায়নে বড় বড় প্রকল্প
বাস্তবায়ন করা। বিশ্লেষকরা বলছেন,
আয় ও ব্যয়ের এ বিশাল বাজেট
বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ।
পদ্মা সেতুর বরাদ্দ
নতুন বাজেটে পদ্মা সেতুসহ
অবকাঠামো খাতের বড় দশ প্রকল্প
বাস্তবায়নে দিক নির্দেশনা থাকছে।
শিরোনাম দেওয়া হয়েছে ‘কাঠামো
রূপান্তরে বৃহত্ প্রকল্পঃ প্রবৃদ্ধি সঞ্চারে
নতুন মাত্রা’। উচ্চ প্রবৃদ্ধির জন্য হাতে
নেওয়া সরকারের মেগা প্রকল্প
বাস্তবায়নেই বাজেটের বড় অংশ চলে
যাবে এবার।
কৃষি খাত
এবারের বাজেটেও সরকার কৃষিখাতে
ভর্তুকি অব্যাহত রাখছে। টাকার
হিসেবে বাড়ছে কৃষি খাতে ভর্তুকির
পরিমাণ। ইতোমধ্যে ভর্তুকির পরিমাণ
বাড়াবেন বলেও বিভিন্ন সময়ে
উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে কৃষি
খাতে ৯ হাজার কোটি টাকা ভর্তুকি
রাখা হচ্ছে।
ভ্যাটের আওতা ও চাপ বাড়ছে
বহুল আলোচিত ভ্যাট আইনটি জুলাই
থেকে কার্যকর হচ্ছে না। বহাল থাকছে
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য
প্যাকেজ ভ্যাটও। তবে বাজেট
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন আইনটি
কার্যকরে কিছুটা সময় নেওয়া হলেও
আইনটি পরবর্তীতে বাস্তবায়নের জন্য
কিছু প্রস্তুতিমূলক কার্যক্রমের ঘোষণা
থাকবে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায়।
অন্যদিকে ভ্যাটের হার ও আওতা কিছু
ক্ষেত্রে বাড়ানো হবে। নতুন আইনে
ঢালাওভাবে সব ধরনের পণ্য, সেবাসহ
অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ১৫ শতাংশ
হারে ভ্যাট আরোপ করা হয়েছে।
গার্মেন্টসসহ রপ্তানি কর বাড়ছে
তৈরি পোশাক খাতসহ সব ধরনের
রপ্তানি খাতের উপর করের চাপ
বাড়তে যাচ্ছে। বর্তমানে সব ধরনের
রপ্তানির উপর শূন্য দশমিক ৬০ (০.৬০%)
শতাংশ হারে উেস কর রয়েছে। এটি
বেড়ে ১ শতাংশ হতে যাচ্ছে। এ
খাতের উদ্যোক্তারা বলছেন, এ
খাতের উপর কর বাড়ানো হলে
বিশ্বব্যাপী প্রতিযোগিতা সক্ষমতা
কমে যাবে।

গাংনীতে বিএনপি থেকে শতাধীক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

অনলাইন ডেস্ক : মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন
বিএনপি নেতা আব্দুল হালিমের
নেতৃত্বে গ্রামের শতাধীক বিএনপি ও
জামায়াতের নেতা কর্মী আওয়ামী
লীগে যোগদান করেছে। উপজেলার
ধানখোলা ইউনিয়নের আয়োজনে ৭নং
ওয়ার্ড আড়পাড়া গ্রাম
আওয়ামীলীগের সহযোগিতায় বঙ্গবন্ধুর
আদর্শে অনুপ্রাণিত হয়ে জেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ
খালেকের হাতে হাত রেখে
আওয়ামীলীগের পতাকাতলে
যোগদান করেছেন তারা।
বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে
আড়পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে
ধানখোলা ইউপি আওয়ামীলীগের
সভাপতি আলী আজগরের সভাপতিত্বে
আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের সাবেক
সভাপতি হাসান রেজা সেন্টুর
পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন, জেলা আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ
অতিথি ছিলেন জেলা
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক
রেজাউল হক মাস্টার, উপজেলা
আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ
সম্পাদক গোলাম মোস্তফা।
এসময় জেলা আওয়ামীলীগের কৃষি
বিষয়ক সম্পাদক ফজলুল হক ফজল, উপজেলা
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক
নজরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক
মাহফুজুর রহমান রিটন,যুগ্ন আহ্বায়ক শহিদুল
ইসলাম পেরেশান, উপজেলা যুবলীগের
সভাপতি মোশারফ হোসেন, উপজেলা
আওয়ামী মহিলা যুবলীগের সাধারণ
সম্পাদিকা ফারহানা ইয়াসমীন পৌর
আওয়ামীলীগের সভাপতি সানোয়ার
হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল
ইসলাম বাবু উপস্থিত ছিলেন ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত
ছিলেন,সাহারবাটী ইউপি
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
তৌহিদ মুর্শেদ অতুল, দানখোলা ইউপি
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল
আমিন, সাবেক ছাত্রনেতা ইসমাইল
হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ
সম্পাদক আব্দুস সালাম, ছাত্রলীগের
সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন,
ওয়াজ্জেল হোসেন প্রমুখ।

শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক : চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে জমি
সংক্রান্ত বিরোধের জের ধরে
প্রতিপক্ষের হামলায় সফিকুল ইসলাম (৪৮)
নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে
উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের
লহালামারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সফিকুল ইসলাম লহলামারী
গ্রামের সেকান্দার আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম
জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে
সফিকুল ইসলাম রানীবাড়ি বাজার
থেকে বাড়ি ফিরছিলেন।
লহলামারী-রানীবাড়ি চাঁদপুর
এলাকায় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা
তাকে ধারালো অস্ত্র দিয়ে
এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
সেখান থেকে উদ্ধার করে আশঙ্কাজনক
অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালে নিয়ে যাওয়ার পথে
তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে সফিকুলের
বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে
হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

দক্ষিণ কোরিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দিল স্পেন

অনলাইন ডেস্ক : ইউরো শিরোপা ধরে রাখার লড়াইয়কে
সামনে রেখে প্রস্তুতি ম্যাচে বড় জয়ে
আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে
স্পেন। নোলিতো ও আলভারো
মোরাতার দারুণ পারফরম্যান্সে দক্ষিণ
কোরিয়াকে ৬-১ গোলে উড়িয়ে
দিয়েছে ২০১০ সালের বিশ্ব
চ্যাম্পিয়নরা। বুধবারের এই
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুটি করে
গোল করেন নোলিতো ও মোরাতা। আর
একটি করে করেন দাভিদ সিলভা ও
সেস ফাব্রেগাস।
গত রবিবার বসনিয়া-
হার্জেগোভিনার বিপক্ষে ৩-১
ব্যবধানে জয়ের ম্যাচেও জোড়া গোল
করেছিলেন নোলিতো। অস্ট্রিয়ার
রেড বুল অ্যারেনায় ষষ্ঠদশ মিনিটে
মোরাতা বল জালে জড়ালেও
অফসাইডের সিদ্ধান্তে ইউভেন্তুস
ফরোয়ার্ডের উচ্ছ্বাস থেমে যায়।
গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা
করতে হয়নি গত দুইবারের ইউরো
চ্যাম্পিয়নদের। ২ মিনিটের ব্যবধানে
দুই গোলে এগিয়ে যায় তারা।
৩০ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে
বাঁকানো ফ্রি-কিকে ডান পোস্ট
ঘেষে বল জালে জড়ান ম্যানচেস্টার
সিটির মিডফিল্ডার সিলভা। একটু পরই
প্রতিপক্ষের ভুলে বল পেয়ে মোরাতার
বাড়ানো পাস থেকে ফাঁকা জালে
লক্ষ্যভেদ করেন ফাব্রেগাস। আর ৩৮তম
মিনিটে স্কোরলাইন ৩-০ করে জয়টাও
প্রায় নিশ্চিত করে ফেলেন
নোলিতো। বাঁ-দিক থেকে ডি বক্সে
ঢুকে এক জনকে কাটিয়ে গোলরক্ষকের
দুই পায়ের মধ্যে দিয়ে বল জালে জড়ান
সেল্তা ভিগোর এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে চার মিনিটের
ব্যবধানে আরো দুটি গোল যোগ করে
স্পেন। ৫০তম মিনিটে কর্নারে হেড
করে বল জালে জড়ান মোরাতা। আর
৫৪তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে
থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন
২৯ বছর বয়সী নোলিতো।
৮৩ মিনিটে দক্ষিণ কোরিয়ার
মিডফিল্ডার সে-জং জু ব্যবধান কমান।
তবে ৮৯তম মিনিটে দুরূহ কোণ থেকে
মোরাতার চিপ জালে জড়ালে বড় জয়
নিয়েই মাঠ ছাড়ে ভিসেন্তে দেল
বস্কের দল।
আগামী ১৩ জুন চেক প্রজাতন্ত্রের
বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর শিরোপা
ধরে রাখার অভিযানে নামবে স্পেন।
'ডি' গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক
ও ক্রোয়েশিয়া। বিডি নিউজ।

সিরিয়ায় আকাশ পথে ত্রাণ প্রদানের আহ্বান ব্রিটেন- ফ্রান্সের

অনলাইন ডেস্ক: সিরিয়ার বিভিন্ন অঞ্চলে খাদ্য ও
স্বাস্থ্য সেবা উপকরণের তীব্র সংকট
সৃষ্টি হওয়ায় ১ জুন থেকে ত্রাণ
প্রেরণের কথা থাকলেও তা সম্ভব হয়নি
বলে জানিয়েছে জাতিসংঘ। এর জন্য
সিরিয়া সরকার বাহিনীর
নিরাপত্তা প্রদানে ব্যর্থতাকে দায়ী
করে আকাশ পথে ত্রাণ প্রেরণের
আহ্বান জানিয়েছে ব্রিটেন ও ফ্রান্স।
বিবিসি প্রতিবেদনে জানানো হয়,
আকাশ পথে ত্রাণ প্রেরণ একটি ঝুঁকিপূর্ণ
কাজ। আর এ ক্ষেত্রে সুষ্ঠুভাবে ত্রাণ
বিতরণও সম্ভব হয় না। কিন্তু যেহেতু
সঠিকভাবে ত্রাণ সর্বত্র পৌঁছানে
যাচ্ছে না, তাই এর কোন বিকল্প নেই
বলে জানিয়েছে ব্রিটেন।
ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপ
১ জুন থেকে সিরিয়ায় খাদ্য ও
চিকিৎসা সামগ্রী প্রদানের সিদ্ধান্ত
নেয়। কিন্তু দামেস্ক ও এর আশপাশের
অঞ্চলে নিরাপত্তা না থাকায়
কাজটি সুষ্ঠু ভাবে করা হয়নি। তারা
জানায়, সেখানে (সিরিয়ায়) খাদ্য
সাহায্য প্রদান করা খুব জরুরি। কিন্তু
আমরা যে সামান্য ত্রাণ বিতরণ
করেছি, সেখানে খাদ্য সাহায্য কমই
ছিল।
এদিকে আকাশ পথে ত্রাণ সাহায্য
প্রেরণের জন্য জাতিসংঘকে ব্যবস্থা
গ্রহণের পাশাপাশি কাজটি নিরাপদ
ভাবে করার জন্য রাশিয়া ও
যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে
ব্রিটেন ও ফ্রান্স। তারা জানায়,
সিরিয়ায় অবস্থিত রাশিয়া ও
যুক্তরাষ্ট্রের মিত্রদের সহায়তায়
কাজটি সঠিকভাবে করা সম্ভব।
বিবিসি।

প্রচ্ছদ জাতীয় স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও : পুলিশের হামলায় নার্সের ‘গর্ভপাত’



স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের
ধানমণ্ডির বাসভবন ঘেরাও
আন্দোলনে অংশ নেওয়া এক
নার্সের পুলিশের হামলায়
গর্ভপাতের ঘটনা ঘটেছে বলে
অভিযোগ পাওয়া গেছে.....

আত্মপক্ষ সমর্থনে আজ আদালতে যাবেন খালেদা জিয়া


জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায়
আত্মপক্ষ সমর্থন করতে আজ বৃহস্পতিবার
আদালতে যাবেন বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সকালে তিনি রাজধানীর
বকশিবাজারে বিশেষ আদালতে
হাজিরা দেবেন বলে জানিয়েছেন
তার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ
আহমদ তালুকদার।
গত ১৯ মে খালেদা জিয়া আদালতে
হাজির না হওয়ায় এ মামলায় তার
আত্মপক্ষ সমর্থন পঞ্চম দফায় পিছিয়ে
যায়। খালেদা জিয়ার অসুস্থতার কারণ
দেখিয়ে তার আইনজীবী সানাউল্লাহ
মিয়া সেদিন আবারো সময় চেয়ে
আবেদন করেন। ওই আবেদন শুনে ঢাকার
তিন নম্বর বিশেষ জজ আদালতের
বিচারক আবু আহমেদ জমাদার নতুন
তারিখ ঠিক করে দিয়ে ওই দিন
খালেদা জিয়াকে হাজির হতে
নির্দেশ দেন। নতুবা তার বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা জারি করা
হবে বলেও আদালত জানান।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে
অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩
হাজার টাকা লেনদেনের অভিযোগে
২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায়
মামলা করে দুদক। তদন্ত শেষে খালেদা
জিয়াসহ চারজনের বিরুদ্ধে
অভিযোগপত্র দেয় দুদক। বাকি তিন
আসামি হলেন জিয়াউল ইসলাম, মনিরুল
ইসলাম খান ও হারিছ চৌধুরী।

পুলিশ-বিজিবির মাদকবিরোধী অভিযান, গুলিতে নিহত ১


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার
রতনপুর শালুয়ার মাঠে পুলিশ-বিজিবির
সঙ্গে বন্দুকযুদ্ধে তরিকুল (৪০) নামের এক
মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় দুই
বিজিবি সদস্য ও এক পুলিশ কনস্টেবল
আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ২০৬
বোতল ফেনসিডিল ও সাতটি দেশীয়
ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় এ ঘটনা
ঘটে।
নিহত তরিকুল রতনপুর এলাকার
চকশিমুলিয়া গ্রামের আয়েজ উদ্দিনের
ছেলে। তার বিরুদ্ধে পাঁচবিবি
থানায় মাদক চোরাচালানীর ১১টি
মামলা রয়েছে।
সহকারি পুলিশ সুপার (সার্কেল) অশোক
কুমার পাল জানান, পাঁচবিবির
রতনপুরের শালুয়ার মাঠ সীমান্ত
এলাকা দিয়ে চোরাচালানীরা
মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশ
করছে এমন খবর পেয়ে পুলিশ ও র্যাব
যৌথভাবে তাদের বাধা দেয়। এ সময়
চোরাচালীনারা হাসুয়া, দা-বটি ও
ধারালো অস্ত্র নিয়ে বিজিবি-
পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ
পাল্টা গুলি ছোড়ে। এতে মাদক
ব্যবসায়ী তরিকুল গুলিবিদ্ধ হয়ে
ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় পুলিশের কনস্টেবল অন্তিম
এবং বিজিবি সদস্য সালাউদ্দিন ও সুফল
মন্ডল আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ২০৬
বোতল ফেনসিডিল ও সাতটি
ধারালো অস্ত্র উদ্ধার করেছে। আহত
পুলিশ ও বিজিবি সদস্যদের পাঁচবিবি
মহীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা
হয়েছে।
নিহত তরিকুলের মৃতদেহ ময়নাতদন্তের
জন্য জয়পুরহাট জেলা আধুনিক
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কৃষকের জন্য চাই নগদ ভর্তুকি


একজন কৃষক বলেছেন, আকাশে বিদ্যুত্
চমকিয়ে কখন চলে যায় তাও বোঝা
যায়। নিজের চোখে দেখা যায়। কিন্তু
আমাদের বিজলী বাতি কখন আসে আর
কখন চলে যায় তা বোঝা যায় না।
কিছুদিন আগে বাজেট নিয়ে
আলোচনা করার সময় তিনি এ মন্তব্য
করেছিলেন। তার এ কথাগুলো
প্রচারিত হয়েছে একটি বেসরকারি
টিভি চ্যানেল থেকে। বর্তমান
মহাজোট সরকারের আমলে বিদ্যুত্
সরবরাহের ক্ষেত্রে অনেক উন্নতি
সাধিত হয়েছে। ঘন ঘন বিদ্যুত্ চলে
যাওয়ার মাত্রা হ্রাস পেয়েছে
ঢাকাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোতে।
কিন্তু আমাদের গ্রামগুলোতে অবস্থার
তেমন উন্নতি হয়নি। এই বিদ্যুত্ আসে, এই
চলে যায়। একবার চলে গেলে আবার
কখন যে বিদ্যুত্ ফিরে আসবে তার
কোনো নিশ্চয়তা থাকে না। তাতে
ভোগান্তি হয় কৃষকের। বিঘ্নিত হয়
পানি সেচ। সে তো জানা গেল
যেখানে বিদ্যুত্ সরবরাহ আছে
সেখানকার অবস্থা। কিন্তু যেখানে
এখনো বিদ্যুতের লাইন পৌঁছেনি
তাদের ভোগান্তি অন্যরকম। তারা
দরখাস্ত দিয়ে অপেক্ষা করে আছে
বিদ্যুত্ সংযোগ পাওয়ার জন্য। কিন্তু
বছরের পর বছর চলে যায়, তাদের সেই
অপেক্ষোর শেষ হয় না। আমার গ্রাম
ঘাটিয়ারার (ব্রাহ্মণবাড়িয়া) দক্ষিণ
পাশে এক বিশাল এলাকায় বোরো
ধানের আবাদ হয় প্রতিবছর। সেখানে
দরকার হয় সেচের। আট দশ বছর আগে
গ্রামবাসী আবেদন করেছিল সেখানে
বিদ্যুত্ লাইন দেওয়ার জন্য। এর পর খুঁটি
বসানো হয়েছে বিদ্যুতের লাইন
টানার জন্য। কিন্তু আজও গ্রামবাসী
অপেক্ষায় আছে সেই বিদ্যুত্ লাইনের
জন্য। তাদের এই প্রতীক্ষার শেষ হবে
কবে কেউ জানে না। বিদ্যুতায়িত
নলকূপের মাধ্যমে সেচের খরচ হয় কম।
তাতে হ্রাস পায় উত্পাদন খরচ। সে
কারণে বিদ্যুত্ সরবরাহের জন্য কৃষকের
আগ্রহ বেশি।
বিদ্যুতের বিকল্প জ্বালানি তেল
দিয়ে সেচকার্য পরিচালনার প্রথা
এদেশে দীর্ঘ দিনের। এখনো শতকরা
প্রায় ৬৫ ভাগ সেচ প্রদান করা হয় তেল
দিয়ে। এর জন্য দরকার ডিজেল। গ্রামের
কৃষকগণ অনেক চড়া দামে ডিজেল
সংগ্রহ করে সেচের কাজ চালায়। ৫-৬
বছর আগে জ্বালানির দাম দ্রুত বেড়ে
গিয়েছিল আন্তর্জাতিক বাজারে।
তখন বাংলাদেশেও লাফিয়ে
লাফিয়ে বৃদ্ধি করা হয়েছিল
জ্বালানির দাম। আন্তর্জাতিক মূল্যের
সমন্বয় করে কেরোসিন ও ডিজেলের
মূল্য নির্ধারণ করা হয়েছিল প্রতি
লিটার ৬৮ টাকায়। এর পর আন্তর্জাতিক
বাজারে জ্বালানির মূল্য হ্রাস
পেয়েছে। দ্রুত তা নেমে এসেছে
প্রায় এক তৃতীয়াংশে। পৃথিবীর
বিভিন্ন দেশে, এমনকি ভারতেও
জ্বালানির আন্তর্জাতিক মূল্যের সমন্বয়
করে কমানো হয়েছে অভ্যন্তরীণ মূল্য।
কিন্তু বাংলাদেশের কৃষকগণ সেই
সুবিধা পায়নি। এবারের পুরো বোরো
মৌসুমেও কৃষকগণ ডিজেল কিনেছে
প্রতি লিটার ৬৮ টাকা দরে। অতি
সম্প্রতি ডিজেল ও কেরোসিনের দাম
কমানো হয়েছে লিটার প্রতি ৩ টাকা।
তখন বোরোর মৌসুম শেষ হয়ে গেছে। ওই
কিঞ্চিত্ মূল্যহ্রাসও কৃষকের কোনো
উপকারে আসেনি। বর্তমান মহাজোট
সরকার ক্ষমতা গ্রহণের পর তেলের
উচ্চমূল্যের কারণে কৃষকদের জন্য ঘোষণা
করেছিল নগদ ভর্তুকি। এর জন্য ১০ টাকা
দিয়ে ব্যাংক একাউন্ট খোলার সুযোগ
দেয়া হয়েছিল কৃষকদের। ভর্তুকির টাকা
সরাসরি প্রদান করা হয়েছিল কৃষকদের
ব্যাংক একাউন্টের মাধ্যমে। তাতে
উত্সাহিত হয়েছিল কৃষকগণ। নগদ ভর্তুকি
ঈপ্সিত লক্ষ্য অর্জনে সফল হয়েছিল। এ
নিয়ে একটি গবেষণা পরিচালনা করা
হয়েছিল বাংলাদেশ কৃষি গবেষণা
প্রতিষ্ঠানের কৃষি অর্থনীতি বিভাগ
থেকে। তাতে দেখা যায়, নগদ ভর্তুকি
ছিল উত্পাদন বৃদ্ধির জন্য সহায়ক। এর পর
কেটে গেছে অনেক বছর। এখনো
মহাজোট সরকারই ক্ষমতায় আছে। কিন্তু
কৃষকদের জন্য নগদ ভর্তুকির সিকে আর
ছেঁড়েনি। কৃষকদের প্রায় এক কোটি
ব্যাংক একাউন্ট গত ৬/৭ বছর ধরে শূন্যই
পড়ে আছে।
কৃষিকাজে সবচেয়ে বেশি খরচ শ্রমের
মজুরি। এর পরই পানি সেচের খরচ। তার
পর রয়েছে রাসায়নিক সার।
আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য
হ্রাসের ফলে সেচ ও সারের মূল্য বিপুল
পরিমাণে কমেছে। কিন্তু
বাংলাদেশে তা কমেনি। বরং
বেড়েছে। ডিজেলের দাম সম্প্রতি যে
হারে কমানো হয়েছে তা খুবই
অকিঞ্চিতকর। লিটার প্রতি কমপক্ষে
যে খাতে ৩০ টাকা কমানো উচিত
ছিল, সেখানে কমানো হয়েছে মাত্র
৩ টাকা। সারের আন্তর্জাতিক মূল্য
হ্রাস পাচ্ছে বলে বাংলাদেশ
সরকারের ভর্তুকি কমছে। কিন্তু কৃষকের
প্রদত্ত মূল্য কমছে না। তার প্রতিফলন
ঘটছে বাড়তি উত্পাদন খরচ। গত বছর প্রতি
কেজি বোরো ধানের উত্পাদন খরচ
ছিল ২০ টাকা। এবার তা দাঁড়িয়েছে
২১ টাকায়। এটা সরকারি হিসেব।
বেসরকারি হিসেবে প্রতি কেজি
ধানের উত্পাদন খরচ ২৩ টাকা। যদি
সরকারি হিসেবটাকেই সঠিক ধরা হয়
তাহলে মণ প্রতি ধানের উত্পাদন খরচ
দাঁড়ায় ৮৪০ টাকা। কিন্তু প্রতি মণ ধান
বিক্রি হচ্ছে এলাকা ভেদে ৪০০
থেকে ৫৮০ টাকায়। কৃষি বিপণন
অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য মতে
আমাদের কৃষকগণ এবারের বোরো
ধানের জন্য লোকসান গুণছে মণপ্রতি
২৬০ থেকে ৪৪০ টাকা। বিদেশি
সংস্থা ইউএসএসইডি বলছে, বোরো ধান
বিক্রি করে কৃষকের যে খরচ হয় ধান
বিক্রি করে তার ১৮ শতাংশ কম টাকা
উঠে আসে। একটি প্রাতিষ্ঠানিক
সমীক্ষা থেকে দেখা যায়, আমন ও আউস
মৌসুমের তুলনায় বোরো মৌসুমে
ধানের যোগান থাকে বেশি। মোট
ধান উত্পাদনের প্রায় ৫৬ শতাংশেরই
যোগান আসে বোর

অনন্য উদ্যোগের পথিকৃত বাপ্পা মজুমদার


গীতিকারদের রয়্যালিটি বিষয়টি
নিয়ে অনেকদিন ধরেই বিভিন্ন ইস্যুতে
আলোচনা হচ্ছে। গানের জন্য
গীতিকাররা একবার একটি সম্মানি
পান। কিন্তু সেই গান দিয়ে শিল্পীরা
স্টেজ শো করে একাধিকবার সম্মানি
পেলেও সেই সম্মানির কোনো অংশ
পান না গীতিকাররা। এই অভিমান বা
ক্ষোভ রয়েছে দেশের বেশিরভাগ
গীতিকারদেরই। এমনকি সেই
অভিমানটা এমন পর্যায়ও চলে গিয়েছে
যে, অনেকে গান লেখা থেকেও সরে
এসেছেন। কিন্তু এর ব্যতিক্রম সংবাদও
রয়েছে। আর সেই দৃষ্টান্ত দেখালেন
সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। ২০১২
সাল থেকেই তারা এই কাজটি করে

আসছেন। স্টেজে যেসব গান করে
সম্মানি পায় তার একটা অংশ
গীতিকারদের কাছে পৌঁছে দেয় দলছুট
ও বাপ্পা এন্ড ফ্রেন্ডস। তবে এতোদিন
বিষয়টি প্রচারে ছিল না। এর কারণ
জানতে চাইলে দলছুটের ম্যানেজার ও
প্রখ্যাত গীতিকার শাহান কবন্ধ বলেন,
‘আমরা বিষয়টি প্রচারের জন্য করিনি।
যেটা করা উচিত আমরা সেটাই করছি।
তবে এখন আমাদের মনে হয়েছে
বিষয়টি সবাইকে জানাই। এতে যদি
আমাদের মতো অনেকেই এই উদ্যোগটি
নেন। এজন্যই আমি ফেসবুকে একটি
স্ট্যাটাস দিই। তবে এটা সবার একান্ত
বিষয়। যে যার মতো করে ভাবতে
পারে। আমরা শুধু আমাদের বিষয়টি
নিয়ে কথা বলেছি।’
কিছুদিন আগেও বাপ্পা মজুমদারের
গাওয়া জনপ্রিয় ‘পরী’ গানের
গীতিকার শেখ রানাকে স্টেজ শো
থেকে পাওয়া সম্মানির একটি অংশ
বুঝিয়ে দেওয়া হয়। রানা ছাড়ারও অন্য
গীতিকাররাও তাদের প্রাপ্ত সম্মানি
বুঝে পাচ্ছেন।

কক্সবাজার টেকনাফের একটি ঝুঁকিপূর্ণ বাঁক



একদিকে ট্রাকে অতিরিক্ত মাল
বোঝাই, অন্যদিকে ঝুঁকিপূর্ণ বাঁক।
দ্রুতগতিতে টার্নিং নিতে গিয়ে
প্রায়ই ঘটে বড় ধরনের দুর্ঘটনা। ছবিটি
কক্সবাজার টেকনাফের একটি ঝুঁকিপূর্ণ
বাঁক

নরসিংদী করিমপুর ইউপি নির্বাচনে পরবর্তী সহিংসতায় বাড়িঘর ভাংচুর, আহত ৫০


নরসিংদী সদর উপজেলার করিমপুর
ইউনিয়নে নির্বাচনী সহিংসতায়
বাড়িঘর ভাংচুর লুটপাটের ঘটনা
ঘটেছে। আজ সোমবার দুপুরে করিমপুর
ইউনিয়নের পঞ্চবটি গ্রামে এ
সংঘর্ষের ঘটনাটি ঘটে। এসময় প্রায়
অর্ধকোটি টাকার মালামাল লুটপাট ও
প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে ৫০
জনকে গুরুতর আহত করে।
এলাকাবাসী জানায়, ৭ নং
ওয়ার্ডের বিজয়ী মেম্বার সাবাজ
উদ্দীনের সমর্থকরা পরাজিত মেম্বার
প্রার্থী ফাইজ মিয়ার সমর্থকদের উপর
হামলা চালিয়ে ব্যাপক বাড়িঘর
ভাংচুর ও লুটপাট করে । এই সংবাদ
ছড়িয়ে পড়লে একই গ্রামের ৮ নং
ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী
নুরুল ইসলাম ও তার সমর্থকরা বিজয়ী
মেম্বার আশরাফ উদ্দীন ও তার
সমর্থকদের বাড়িঘরে হামলা
চালিয়ে ব্যপক ভাংচুর ও লুটপাট করে।
এসময় বাধা দিতে এলে প্রায় ৫০ জন
গুরুতর আহত হয়। খবর পেয়ে নরসিংদী
মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর
আহতদের নরসিংদী সদর হাসপাতালে
ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায়
থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন
সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে
পারে। অপ্রীতিকর ঘটনা এড়াতে
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
করা হয়েছে।

জি এস রনি হত্যা মামলার প্রধান আসামি ও ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা


নরসিংদী জেলা শাখা ছাত্রদলের
সভাপতি ও নরসিংদী সরকারী
কলেজের জি এস বিল্লাল হোসেন
রনি হত্যা মামলার প্রধান আসামী ও
নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ন
সম্পাদক নজরুল ইসলাম(৩৫) কে কুপিয়ে
হত্যা করেছে দুবৃত্তরা। সোমবার রাত ৮
টার দিকে নারায়নগঞ্জের
আড়াইহাজারে এ ঘটনাটি ঘটে।
উল্লেখ্য, ২০১১ সালের ১৫ মার্চ
ছাত্রদলের অভ্যন্তরীন জের ধরে
নির্মমভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা
করা হয় নরসিংদী সরকারী কলেজের
জি এস বিল্লাল হোসেন রনিকে। পরে
তার ভাই ফজল বাদী হয়ে নজরুল
ইসলামকে প্রধান আসামী ও
অজ্ঞাতনামা ১৬ জনেকে আসামী
করে একটি মামলা করা হয়।
রাত ৮ টার দিকে নারায়নগঞ্জ
কালামেরকান্দী এলাকায় নজরুল সহ
এলাকার ২০-২৫ জনের সাথে কথা
কাটাকাটি হয়। এক পর্যায়ে
কালামেরকান্দী এলাকার যুবকেরা
নজরুলকে এলোপাতাড়ি কুপিয়ে ও
হাতুড়ি-ইট দিয়ে গুরুতর আহত অবস্থায়
সড়কের পাশে ফেলে রেখে চলে
যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে
উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর
পেয়ে স্বজনেরা হাসপাতালে ছুটে
আসে। এসময় তাদের কান্নায় আকাশ-
বাতাস ভারী হয়ে উছে। সে
নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ন
সম্পাদক বলে দাবি করেন স্বজনেরা।
তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায়
হত্যা, চাঁদাবাজিসহ ৫ টি ও
আড়াইহাজার থানায় ৩ টি মামলা
রয়েছে।

মাধবদীতে নব-নির্বাচিত মেয়রকে সংবর্ধনা ও মেয়র কাপ ডিগবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

 মাধবদীতে মনোহরপুর বন্ধুমহল এর উদ্যোগে নব-নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিককে সংবর্ধনা ও ১ম ডে-নাইট ডিগবল টুর্ণামেন্ট-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক, আব্দুল আল-মামুনের পরিচালনায়, ৫ ফেব্রুয়ারী শুক্রবার দিনে ও রাতে স্থানিয় একটি মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে আটটি দলের অশং গ্রহনে মোট সাতটি খেলা অনুষ্ঠিত হয়। তাতে গ্রুপ পর্বের মাধ্যমে ‘তুর্য স্পোটিং ক্লাব নরসিংদী বনাম হৃদয়ের বন্দন ক্লাব নারায়ণঞ্জ’ ফাইনালে অংশ গ্রহণ করে।  এতে হৃদয়ের বন্দন ক্লাব নারায়ণঞ্জ ১ গোলে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে। আর মর্যাদার লড়াইয়ে রানার্স আপ হয়েছে তুর্য স্পোটিং ক্লাব নরসিংদী।
অনুষ্ঠানে কাউন্সিলর মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মাধবদী পৌরসভার নব-নির্বাচিত মেয়র, আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক। বিশেষ অতিথি ছিলেন, হাজী ছাদেকুর রহমান মুক্তিযোদ্ধা কমান্ডার মাধবদী পৌরসভা, হাজী ইকবাল কবীর সদস্য মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশন,  মোসা. শাহানাজ আক্তার, মহিলা কাউন্সিলয়, ৭,৮,৯ নং ওয়ার্ড, সফিকুর রহমান (ভান্ডারী), বাবুল কবীর,মো. শাহাজালাল ও হাজী মো. জাহাঙ্গীর আলম বিশিষ্ট ব্যবসায়ী, মাধবদী বাজার। অনুষ্ঠানে আতস বাজির আলোকসজ্জায় সজ্জিতকরে নব-নির্বাচিত মেয়রকে নৌকার তোরা ও সংবর্ধনা দিয়ে বরণ করে নেন আয়োজকরা।
 প্রধান অতিথি বক্তব্যে বলেন, যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নাই। মাদকসহ সকল অসামাজিক কার্যক্রম থেকে দুরে রাখতে তাদের খেলাধুলার সুযোগ দিতে হবে। এ বিষয়ে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মনোহরপুর বন্ধুমহল এর যে আয়োজন আগামী বছর তা গোল্ড মেয়র কাপ ডিগবল টুর্ণামেন্ট করা হবে । এ ধরণের খেলার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে মেয়র কাপসহ নগদটাকার পুরুস্কার বিতরণ করেনে।